শেরপুরের পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের শিশু ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন। আজ সকালে শহরের নিউমার্কেট এলাকায় অর্ধশতাধিক দরিদ্র শিশুদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, চেম্বার অব কমার্সের পরিচালক অজয় কুমার চক্রবর্তী জয়, ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নূরানী মনি, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের সভাপতি আল আমিন রাজু, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি জুবাইদুল ইসলাম, ডিভাইন হেল্পারস বাংলাদেশ শেরপুর জেলার প্রতিনিধি সোহাগী আক্তারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠেনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিশুদের জন্য ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সভাপতি মাহমুদুল আহসান মিল্লাত, সাধারণ সম্পাদক জুন্নুন আহমেদ বিজয়, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান রুমি, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম নিশাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।