শেরপুরে তৃণমুল আওয়ামী মহিলালীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলালীগের আয়োজনে আজ বিকেলে শহরের শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শ্রীবরদী ঝিনাইগাতী সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী নাছরিন রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ হুইপ আতিউর রহমান আতিক ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল। এছাড়াও এসময় বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, ফকরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল , সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম উৎপল, সাংস্কৃতিক সম্পাদক ও তরুন শিল্পপতি আনিসুর রহমান , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম , হুইপ কন্যা শারমিন রহমান অমি, মহিলালীগ নেত্রী নিলুফা পান্না মিনা, সাবিহা জামান শাপলা প্রমুখ।
এসময় বক্তারা, আগামী নির্বাচনে শেখ হাসিনা মনোনিত প্রার্থীকে জয়যুক্ত করে বরাবরের মত শেরপুর সদর আসনে আওয়ামীলীগের প্রার্থীকে জয়ী করার জন্য তৃণমুল মহিলালীগ নেতৃবৃন্দকে যার যার এলাকায় এখন থেকেই কাজ করার জন্য অনুরোধ করেন।
এসময় এ মতবিনিময় সভায় কয়েক শতাধিক মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।