২৩ জানুয়ারী ২০১৮ এর উপ-সহকারী কৃষি কর্মকর্তার নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে পুনরায় শেরপুর জেলাকে নিয়োগ অন্তর্ভূক্ত করা, শেরপুর জেলার শূন্য পদে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদের নিয়োগ এবং এই পদে শেরপুর জেলার বাহিরের লোককে যোগদান বন্ধসহ তিন দফা দাবীতে মানব বন্ধন করেছে শেরপুরের কৃষি ডিপ্লোমাধারীরা।
আজ দুপুরে শহরের ডিসি অফিসের প্রধান ফটকে শেরপুরের কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তারা শেরপুর জেলায় শূন্য পদ থাকা সত্বেও এই জেলার আবেদনের সুযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ এবং আগামী ১ ফেব্রয়ারীর মধ্যে এই দাবী না মানা হলে কর্মসূচি গ্রহণের ঘোষনা দেন।
পরে মানববন্ধন শেষে শেরপুর জেলা প্রশাসক এবং শেরপুর খামার বাড়ী উপ-পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করে।