ড্রাগ লাইসেন্স না থাকা, ড্রাগ লাইসেন্স নবায়ন না করা, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে শেরপুরে তিন ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন মঙ্গলবার বিকেলে এ জরিমানা করেন।
তিনি বলেন, মুকুল মেডিক্যাল এন্ড সার্জিক্যালে নবায়নকৃত ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৫ হাজার টাকা, হাসনাহেনা মেডিসিন হলে ড্রাগ লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা ও মেধা মেডিসিন হলে নবায়নকৃত ড্রাগ লাইসেন্স না থাকা , আমদানী নিষিদ্ধ ওষুধ থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
শেরপুরের ড্রাগ সুপারেনটেনডেন্ট রহমত উল্লাহ জানান, ওষুধ আইন বিভিন্ন ধারায় মামলা দিয়ে ওই তিন ব্যবসায়ীর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।