শেরপুরে তিনশ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । আজ সন্ধ্যায় জেলার ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন পাকা রাস্তার সামনে থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার রামেরকুড়া গ্রামের আবুল কালাম আজাদ ওরফে মন্ডলের ছেলে রাজু আহাম্মেদ (২৮) ও দক্ষিন কান্দুলী গ্রামের উমর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফজলে এলাহী ও এ এসআই শফিকের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল ঘটনাস্থল থেকে মাদক বেচাকেনা করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
এসময় তাদের দেহ তল্লাশী করলে রাজুর পেন্টের পকেট থেকে ২৪০ পিছ ও রাজ্জাকের লুংগির কোচ থেকে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করা হয় ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।