বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরন করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরী।
আজ রোববার বিকেলে নকলা উপজেলার গড়েরগাও মোড়ে পথসভায় উপস্থিত নেতাকর্মী ও জনগনের মাঝে এসব লিফলেট বিতরণ করেন তিনি।
এ লিফলেট বিতরণ অনুষ্ঠানে পথ সভায় পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটনের সভাপতিত্বে পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, নকলা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম, পৌর যুবদলের আহবায়ক মশিউর রহমান লোটাস, যুগ্ম আহবায়ক সাইদুল হক, উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল প্রমুখ।