শেরপুরে তাঁতী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২৬ মে বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটিতে আব্দুর রাজ্জাক সেলিমকে আহবায়ক এবং সোহেল রানা, নুরুল ইসলাম তালুকদার, রুকনুজ্জামান রুকন, নুরুল ইসলাম এবং হাসিনাতুল জান্নাতকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
অনুমোদিত কমিটিকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সম্মেলন করার শর্তে জেলার পূর্বের কমিটি বাতিল করে এই সম্মেলন প্রস্তুতি কমিটি দেওয়া হয়েছে ।