শেরপুর জেলা তাঁতী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বুধবার সন্ধ্যায় জেলা আ’লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রেজ্জাক সেলিম এর সভাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন ভূইয়া।
জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এ কে খান মাহি, সাংগঠনিক সম্পাদক ড. ইঞ্জিনিয়ার রোজী সিদ্দিকী, সদস্য মোঃ আল-আমিন বাদশা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শেরপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় কেন্দ্রীয় তাঁতী লীগের নেতৃবৃন্দ শেরপুর জেলা তাঁতীলীগের সম্মেলন অতি দ্রুত করার লক্ষ্যে মত প্রকাশ করেন।
(শে/টা/বা/শা)