শেরপুরের তরুণ কবি হুইসেল হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘হাতের চামড়ায় প্রেম থাকে’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট লেখক-বিতার্কিক রাজিব কুমার সরকার। ওইসময় তরুণ কবি হুইসেল হোসেনসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার তমাল বোস, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
‘হাতের চামড়ায় প্রেম থাকে’ এটি শেরপুর সদরের লছমনপুর এলাকায় জন্মগ্রহণকারী তরুণ কবি হুইসেল হোসেনের প্রথম কাব্যগ্রন্থ হলেও এর আগে বের হয় তার প্রথম উপন্যাস শুধাংসু।