“রাষ্ট্র, গণতন্ত্র, রাজনীতি ও দলের গঠনতন্ত্র” বিষয় নিয়ে শেরপুরে নারী ও যুব সমাবেশ কর্মশালা করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল শেরপুর শাখা। ৭ আগস্ট মঙ্গলবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল শেরপুর জেলা শাখার আয়োজনে আলীশান রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসির ময়মনসিংহ বিভাগীয় প্রধান নার্গিস আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল।
ডেমোক্রেসি শেরপুর জেলা শাখার ফেলো জুনায়েদ নূরানী মনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ারুল হাসান উৎপল, ডেমোক্রেসির ফেলো জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা তাঁতীলীগের যুগ্ম আহব্বায়ক সোহেল রানা, মহিলা আওয়ামীলীগের নেত্রী আঞ্জুমান আরা লিপি প্রমুখ।
বক্তারা বলেন, তরুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্রের কল্যাণমূলক কাজে অংশগ্রহন করাতে হলে অবরুদ্ধ গণতন্ত্রের বাতায়ন উন্মুক্ত করতে হবে। যে কোন গণতান্ত্রিক রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে গণতন্ত্র। তরুন প্রজন্ম আমাদের দেখানো পথেই এগিয়ে চলে। তাই তাদের মাঝে নেতৃত্বের গুনাবলী তৈরী করতে হবে। তাদেরকে গণতান্ত্রিক মুল্যবোধের আলোকে পরিপূর্ণ করে তুলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। রাজনৈতিক প্রশিক্ষণ একজন কর্মীর দক্ষতা বৃদ্ধি করে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে প্রশিক্ষণলব্দ জ্ঞান যথাযথভাবে রাজনীতি ও দেশের কাজে লাগাতে হবে এবং তরুনদের মাঝে ছড়িয়ে দিতে হবে। মনে রাখতে হবে প্রশিক্ষিত রাজনৈতিক নেতৃত্বই গণতন্ত্রের প্রধান চালিকা শক্তি। পরে উপস্থিত নেতাকর্মীদের রাষ্ট্র, গণতন্ত্র, রাজনীতি ও দলের গঠনতন্ত্রের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।