৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে শেরপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের নিউমার্কেটস্থ আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি’র ময়মনসিংহ অঞ্চলের সভাপতি অজয়কুমার সরকার।
জেলা শাখার সংগ্রাম পরিষদের সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে এবং আইডিইবি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রেহানমিয়া, ময়মনসিংহ অঞ্চলের আহবায়ক একেএম তাজুল ইসলাম, কেন্দ্রীয় বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের সহ-সভাপতি মোতাসিম বিল্লাহ নাসিম, আইডিইবি’র জেলা শাখার সভাপতি মতিউর রহমান প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রূপান্তরকরণসহ ৪ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোড় দাবী জানান।