আরিফ রেজা আরও বলেন, গতকাল রাতে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুনসুর আহাম্মদ বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের (বি-১৬৬৫) শেরপুর জেলা কার্যালয়ে যান। এ সময় তাঁরা সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে নেতাদের প্রতি নির্দেশ দেন। পরে সংগঠনের কার্যালয়ে তালা মেরে দেওয়া হয়। এ ছাড়া কাল বুধবার জেলা প্রশাসকের সঙ্গে উভয় সংগঠনের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সবদিক বিবেচনা করে ৪৮ ঘণ্টার কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। ফলে আজ ভোর থেকে ট্রাকসহ পণ্যবাহী যানবাহন যথারীতি চলাচল করছে।
বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের (বি-১৬৬৫) শেরপুর জেলা সভাপতি আবদুস সামাদ প্রশাসনের নির্দেশে তাঁদের কার্যালয় বন্ধ রাখার কথা নিশ্চিত করেছেন। কাল জেলা প্রশাসকের সঙ্গে তাঁরা বৈঠক করবেন বলে জানান তিনি।