শেরপুরে বিপরীত দিক থেকে আসা ট্রলিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপর ট্রলির কিশোর হেলপার ইউসুফ আলী মারা গেছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে সদর উপজেলার বনগাঁও-শেরপুর সড়কের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল তিনটার দিকে শেরপুর থেকে একটি ট্রলি মির্জাপুরের দিকে যাচ্ছিল। এসময় শেরপুর পৌরসভায় প্রবেশের গেইট এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে অপর একটি ট্রলি আসে।
ফলে একটি অপরটিকে সাইড দিতে গিয়ে শেরপুরগামী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধান ক্ষেতে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ট্রলির হেলপার দিঘারপাড় গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইউসুফ আলী।