অতিরিক্ত ধানবোঝাই ট্রলি নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে নিজের ট্রলিতে চাপা পড়ে নিহত হয়েছে ওই ট্রলির চালক বাদশা মিয়া। আজ বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা গ্রামের রজব আলীর ছেলে বাদশা মিয়া অতিরিক্ত ধান বোঝাই করে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে পাঁচগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় সামনের চাকা ফেটে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাতেই উল্টে যায়। এতে ধানবোঝাই বস্তার নিচে চাপা পড়ে বাদশা মিয়া।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ প্রেরণ করে। ময়মনসিংহ নেয়ার নকলা এলাকায় পৌঁছলে চালক বাদশা মারা যায়।