শেরপুরে অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্মৃতি বিভাগীয় টেনিস টুর্নামেন্ট ২০১৭ এর চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় শহরের শহীদ দারোগ আলী পার্ক সংলগ্ন টেনিস ক্লাবে ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলের খেলোয়াড়দের মাঝে এই চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বের খেলায় শেরপুর টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন।
অনুষ্ঠানে বিএমএ সভাপতি এমএ বারেক তোতার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার রফিকুল হাসান গনি (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি), বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল অনিরুদ্ধ, স্থানীয় সরকারের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও প্রতিটি জেলা থেকে আগত প্রতিনিধি ও খেলোয়াড়গন উপস্থিত ছিলেন।
শেরপুর টেনিস ক্লাবের আয়োজনে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।