শেরপুরে স্থানীয় পর্যায়ে গণগ্রন্থাগারের সাথে জনসম্পৃক্ততা বাড়াতে লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার জনগনের অংশগ্রহনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। তথ্য বিষয়ক অনলাইন ‘আওয়ার শেরপুর’ এবং ই-ম্যাগাজিন ‘নান্দনিক শেরপুর’ এর প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন এ আড্ডা সমন্বয় করেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগারের হল রুমে এ সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাজ্জাদুল করিম। এসময়
উপস্থিত কবি-সাহিত্যিকদের লাইব্রেরি মুখি করতে এবং শেরপুরের সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়া জন্য নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
পরে উপস্থিত কবিদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ ও বক্তব্য রাখেন গাঙচিল সাহিত্য সংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় জেলা সমন্বয়ক কবি হারুনুর রশীদ, কবি রবিন পারভেজ, কবি হাদিউল ইসলাম, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি রাবিউল ইসলাম, সাংবাদিক ও সাহিত্যিক রফিক মজিদ, কবি জাহাঙ্গীর আলম, কবি আশরাফ আলী চারু, কবি রবিউল আলম টুকু, কবি রুবেল খান, সাংবাদিক হাকিম বাবুল প্রমূখ।