‘পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা ব্র্যান্ডিং পণ্য তুলশীমালা চালের মোড়কীকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ মার্চ) বিকেলে শহরের শীতলপুর এলাকার একটি চালকলে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।
এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর কবীরসহ জেলা প্রশাসন, মিল মালিকগণ ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, শেরপুরে উৎপাদিত তুলশীমালা চালকে ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস জানান, দেশে-বিদেশে তুলশীমালা চালের ব্যাপক চাহিদা রয়েছে। তাই এই চাল উৎপাদনে কৃষকদের বিশেষভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি তুলশীমালা চাল উৎপাদনকারীদের আর্থ-সামাজিক উন্নয়নে এই চালের মূল্য সংযোজন ও বাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ভোক্তারা যাতে গুণগতমানসম্পন্ন চাল কিনতে পারেন তার জন্য জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের যৌথ উদ্যোগে এই চাল বিপণনের বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।