শেরপুরে জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির বিভিন্ন পদে নবনিয়োগকৃত ১৩ জন কর্মচারীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়েছে। ২০ এপ্রিল বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এ সময় তিনি নবযোগদানকৃত সকলকে স্বাগত জানিয়ে সততার সাথে কাজ করে জেলাবাসীকে হয়রানিমুক্ত সেবা প্রদান করার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সহকারী কমিশনার ডিএম সাদিক আল সাফিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগে সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, লাইব্রেরী সহকারী, সার্টিফিকেট সহকারী ও হিসাব সহকারী পদে মোট ১৩ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়। এর আগে গত ১ এপ্রিল মৌখিক পরীক্ষা, ৩ এপ্রিল ব্যবহারিক ও ৫ এপ্রিল মৌখিক পরীক্ষা নেওয়া হয়।