পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মবিরতি পালন করেছে ১৩-১৬ গ্রেডের কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা কালেক্টরেট সহকারী সমিতির আয়োজনে এ কর্মবিরতি পালন করে তারা।
এসময় জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি জেলা নাজির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, মেহেদি হাসান, আব্দুর রহমান রানা, দিপালী পাল, লাকিয়া কাওসারসহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে কর্মবিরতিকালে ভোগান্তিতে পড়েন জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা জনসাধারণ।
এসময় বক্তারা বলেন, কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের জন্য বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ২০০১ সাল থেকে দাবি করে আসলেও অদ্যাবধি পর্যন্ত পদবী পরিবর্তন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। বার বার আশ্বাস দিয়ে দাবি আদায় না হওয়ায় কেন্দ্রীয় নির্দেশে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।