শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
শেরপুরের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনির সভাপতিত্বে ওইসময় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এম.এ নূর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ অদু প্রমুখ।
ওইসময় অন্যান্যের মধ্যে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।