কভিড-১৯ সংক্রমন নিয়ন্ত্রণের লক্ষ্যে শেরপুরে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
আজ ১১ মে মঙ্গলবার বিকালে জেলা পরিষদ চেয়ারম্যান ও ২০ জন সদস্য একযোগে জেলার বিভিন্ন এলাকা এ সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমন নিয়ন্ত্রণে জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটি দোকানে আড়াই’শ এমএল এর একটি করে হ্যান্ড সেনিটাইজার ও এক প্যাকেট সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমন নিয়ন্ত্রন করতে জেলাজুড়ে সতর্কতার পাশাপাশি মানুষকে সচেতনসহ স্বাস্থ্য নিরাপত্তা দিতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ কার্যক্রম চলছে এবং ঈদের পরেও এই কার্যক্রম চলমান থাকবে।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বরাদ্দকৃত অর্থ দিয়ে এসব সামগ্রী ক্রয় করতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতে ইজিপি টেন্ডারের মাধ্যমে এগুলো ক্রয় করা হয়েছে বলে জানান জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
তিনি জানান, মানুষকে স্বাস্থ্য নিরাপত্তা দিতে সরকার বদ্ধ পরিকর। ইতোমধ্যে জেলা পরিষদের মাধ্যমে আরও ২৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের লক্ষ্যে এবং ইজিপি টেন্ডার আহবান করা হয়েছে। খুব অল্পদিনে মধ্যেই শেরপুরবাসী আরও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাবেন বলে তিনি আশাবাদী।