শেরপুরে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ ও ভাতশালা ইউনিয়ন বিএনপি নেতা রইছ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩জুলাই সোমবার দুপুরে শহরের শেরি-চকপাঠক এলাকা থেকে ছাত্রদল নেতা রুবেলকে গ্রেপ্তার করা হয়। এর আগে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখেলা এলাকা থেকে বিএনপি নেতাকে রইছ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত ওই দুই নেতাকে একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে বিএনপি ও ছাত্রদল নেতাদের অভিযোগ, পুলিশ তাদের ধরে নেওয়ার পর হয়রানিমূলকভাবে মামলায় জড়িয়েছে। রুবেল এক সপ্তাহ আগে কেন্দ্র থেকে ঘোষিত জেলা ছাত্রদলের অনুমোদিত আংশিক কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন।
এ ব্যাপারে শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নেয়ামুল হাসান আনন্দ বলেন, আওয়ামীপন্থী পুলিশ মিথ্যা বিস্ফোরক মামলায় ওয়ারেন্ট দেখিয়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুবেল হাসানকে গ্রেপ্তার করেছে। আমরা তার গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে আটককৃতদের বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।