শেরপুরে জালনোটসহ মো. আলম (৩৫) নামে এক জালটাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ সদর উপজেলার সাতপাকিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের আলেকউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সাতপাকিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় জাল টাকা লেনদেনের করাকালে পুলিশ মো. আলমকে গ্রেপ্তার করে। পুলিশ আলমের নিকট থেকে ৫০০ টাকা মূল্যমানের ৯টি জাল নোট জব্দ করে।
সদর থানার উপ-পরিদর্শক মো. কামরুল হাসান আজ বিকেলে সাংবাদিকদের বলেন, আলম জাল টাকা চক্রের একজন সক্রিয় সদস্য। এ ঘটনায় সদর থানার এসআই মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।