‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ২৩ অক্টোবর মঙ্গলবার সকালে কালেক্টরেট ভবন অঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। পরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট অঙ্গণে ফিরে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও কর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, জেলার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ অবস্থাভেদে সকলের স্বাস্থ্য সূরক্ষায় নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা (ল্যাট্রিন) ব্যবহার স্যানিটেশনের গুরুত্ব দিয়ে এর শতভাগ নিশ্চিত করতে হবে। এজন্য সকল মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল হোসেন। এসময় তিনি বলেন, শেরপুর জেলায় ২০০৩ সাল থেকে এ পর্যন্ত স্যানিটেশনের আওতায় ৮৭.৫ ভাগ স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার নিশ্চিত হয়েছে।