শেরপুর জেলা শহরের প্রাণক্রেন্দ্র নিউমার্কেটস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে গতকাল ১৯ জুন সোমবার জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি এড: আলমগীর কিবরিয়া কামরুলের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সংস্থার সহসভাপতি মোঃ ফজলুল কবির সরুজ, সংস্থার উপদেষ্টা মোঃ জায়েদুর রশিদ শ্যামল, সাংবাদিক সংস্থার সদর সভাপতি ও সময় বিডি২৪ এর সম্পাদক মোঃ মারুফুর রহমান ফকির, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আ.স.ম নাসিম কাকন, শেরপুর অটো রিক্সা শ্রমিক লীগের সভাপতি রুকনুজ্জামান আলমগীর প্রমূখ ।
অনুষ্ঠান সঞ্চানালয় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান।