জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ২৪ জানুয়ারী বুধবার দিন ব্যাপী জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি বিভাগের ৭৮ টি ইভেন্টে জেলার ৫ উপজেলার প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
ইভেন্ট গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল রচনা প্রতিযোগীতা, ক্বেরাত, আবৃত্তি, চিত্রাংকন, ভাস্কর নির্মান, সঙ্গীত ও নৃত্য। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান। বিজয়ীরা আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারী ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নিবে।