‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানে নানা আয়োজনে শেরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শেরপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনব্যপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সকালে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনায় স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। যুব উন্নয়ন অধিদপ্তর সদর অতিরিক্ত পরিচালক হামিদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক জোয়াহের আলী মিয়া।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল ইসলাম হিরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা প্রমূখ।
আলোচনা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। বিকেলে পরিষ্কার পরিচ্ছনতা অভিযান এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।