বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর শনিবার দুপুরে গৃদা নারায়নপুরস্থ বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মো. মুখলেছুর রহমান জীবন, এ এসএম শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, শফিকুল ইসলাম মাসুদ, আক্রামুজ্জামান রাহাত, আবু রায়হান রুপন, ফজলুল হক চৌধুরী অকুল, ছাত্রদল জেলা সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ।
সভায় সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, দলকে আগামীতে ক্ষমতায় নিতে হলে আমাদের সবাইকে সকল ভেদাভেদ ভুলে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনা সভায় শেরপুর জেলার অঙ্গ সংগঠনসহ দলের সকল পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।