‘সোনালী আশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এ শ্লোগানকে দারণ করে জাতীয় পাট দিবস পালনে শেরপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে পাট র্যালি, আলোচনা সভা, পাটজাত পণ্যের স্টল ও বাউল গানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে সুষ্ঠু ও সুন্দরভাবে দিবসটি উদযাপনে একাধিক উপ-কমিটি গঠন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারি কমিশনার (সাধারণ শাখা) মেজবাউল আলম ভূইয়া, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, ফারমার্স ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম, ব্র্যাক জেলা কর্মকর্তা আতাউর রহমান, ব্যবসায়ী রনজিত পোদ্দার, প্রিয়তোষ সাহা, সাইফুল ইসলাম ডালিমসহ জেলা পর্যায়ের কয়েকটি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।