শেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ৯ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ ফয়সাল খান, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, মানবাধিকার কর্মী শামীম হোসেন, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমানসহ অন্যান্য এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।