“রিরোধ হলে শুধু মামলা নয়,লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে আজ ২৮ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জজ কোর্ট চত্তর থেকে র্যলিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় র্যালিতে জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার,জেলা প্রশাসক ড.মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ সহ আইনজীবীরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, এনজিও প্রতিনিধি, রেডক্রিসেন্ট সহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপি অন্যান্য কর্মসূচির মধ্যে সেচ্ছায় রক্তদান, আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।