বৈচিত্র-বহুত্বের ঐকতানে, এসো মিলি সর্বপ্রাণে- এই স্লোগানে শেরপুরে জাতিতাত্ত্বিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গাজনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা প্রমূখ।
এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা বক্তব্যে সীমান্তে জাতিতাত্তিক সংখ্যালঘুদের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পাহাড়ী পর্যটন অঞ্চলে নিরাপত্তাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারের গৃহিত কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। সঠিক পরিকল্পনা করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতাদের সরকার তথা জেলা প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।
অনুষ্ঠানে হিন্দু, গারো, কোচ, বর্মণসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় সহ¯্রাধিক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।