শেরপুরে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি কৃষ্ণপুর গ্রামে ওই হামলার ঘটনায় নূর আহম্মদ মটর (৬২) ও মো. শাহজাহান (৪০) নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ আগস্ট বুধবার রাতে একই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূর আহম্মদ মটর ও শাহজাহান পিতা-পুত্র ও স্থানীয় অধিবাসী। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গত ৮ আগস্ট সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার কুমড়ি কৃষ্ণপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও স্থানীয় বাজিতখিলা বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী হারুনুর রশীদ সাধু, বড় ভাই লোকমান হোসেন ও হাফিজুর রহমান বাচ্চুকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে কালিতলা বাজারে পৌঁছলে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তাদের উপর হামলা চালায় একই গোত্রের নূর আহম্মদ মটরসহ তাদের লোকজন। হামলায় হারুনুর রশীদ সাধুসহ ৩ ভাই গুরুতর আহত হয় এবং ওইসময় সাধুর হাতে থাকা রড-সিমেন্ট বিক্রির ২ লক্ষ ৮৭ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এরপর অবস্থা গুরুতর হারুনুর রশীদ সাধু ও লোকমনকে ময়মনসিংহ হাসপাতালে রেফার করা হয়। ওই ঘটনায় ১০ আগস্ট আহত হারুনুর রশীদ সাধুর স্ত্রী স্বপ্না পারভীন বাদী হয়ে নূর আহম্মদ মটরসহ ৭ জনকে স্ব-নামে এবং আরও অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস.আই খন্দকার সালেহ আবু নাঈম বলেন, হামলার আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং ইতোমধ্যে এজাহারনামিয় ২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।