শেরপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ ২৮ জুন বুধবার দুপুরে শেরপুরের সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুল হাই (৬০), তাঁর ছেলে ইমান আলী (৩৫) এবং ভাতিজা সাইফুল ইসলাম (২২) ও লাল মিয়াকে (৪০) মচিমহায় ভর্তি করা হয়েছে। এ ছাড়া আব্দুল করিম (৫০), মোস্তফা (৬০), আল আমিন (৪০), আব্দুল মতিন (৫৫) ও সোলায়মানকে (৪৫) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত ৪৩ শতাংশ জমি নিয়ে সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের আব্দুল করিমের সঙ্গে একই গ্রামের আব্দুল হাইয়ের বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আজ বুধবার দুপুর দুইটার দিকে কৃষ্ণপুর দড়িপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আপস বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে জমির মালিকানা নিয়ে উভয় পক্ষে তুমুল বাগ্বিত-া হয়। এক পর্যায়ে আব্দুল করিমের পক্ষের ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হাইয়ের পক্ষের লোকজনের ওপর হামলা চালান। পাল্টাব্যবস্থা হিসেবে আব্দুল হাইয়ের লোকজনও আব্দুল করিমের লোকজনের ওপর হামলা করেন। এতে উভয়পক্ষে ১৫ জন আহত হন। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম আজ বিকেলে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া বা কেউ আটক হয়নি।