শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আনোয়ারা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপরে লোকজন। আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী পশ্চিম নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা স্থানীয় তোরাব আলীর স্ত্রী। ওই ঘটনায় জড়িত স্থানীয় মৃত আইদ আলীর ছেলে শামছুল হক (৫৩) ও তার ছেলে আলতাফ মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত স্থানীয় তোরাব আলীর জ্যাঠাত ভাই শামছুৃল হক গংদের সাথে ৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বিরোধপূর্ণ ওই জমিতে শামছুল হক তার লোকজন নিয়ে কলাগাছ লাগাতে গেলে বাধা দেন তোরাব আলীর স্ত্রী আনোয়ারা বেগম।
ওইসময় বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপরে লোকজন আনোয়ারা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা আনোয়ারা। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।