সামগ্রিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক জেলা কাইযেন সেমিনার মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী শুরু হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালক শেখ মফিজুল ইসলাম।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ও জেলা প্রশাসন, শেরপুরের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনআইএলজি’র যুগ্ম পরিচালক প্রবীর কুমার চক্রবর্ত্তী। বক্তব্য দেন এনআইএলজি’র মহাপরিচালক ও সেমিনার ডিরেক্টর আব্দুর রশীদ, স্থানীয় সরকার, শেরপুরের উপ-পরিচালক ফরিদ আহমেদ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সেমিনার কো-অর্ডিনেটর আবু এখতিয়ার হাশেমী, বিপিএটিসি প্রতিনিধি মো. মামুন প্রমুখ।
সেমিনার সঞ্চালনা করেন এনআইএলজি’র গবেষণা কর্মকর্তা মনিকা মিত্র।