শেরপুরে চাচাত ভাইয়ের (২৪) বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। তবে অভিযুক্ত আসামি এখনো গ্রেপ্তার হয়নি। গত ১০ এপ্রিল সোমবার দুপুরে সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বাজিতখিলার একটি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী। তার বাবা দিনমজুর ও মা গৃহকর্মী। শিশুটি ও তার চাচাত ভাই পাশাপাশি বাড়িতে থাকে। গত সোমবার বেলা দুইটার দিকে চাচাত ভাই চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। এরপর সে (ভাই) শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিশুটিকে উদ্ধার করেন। এ সময় সুকৌশলে চাচাত ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তাঁর ভাতিজাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।