শেরপুরে ছেলেকে বাচাঁতে গিয়ে বিদ্যুপৃষ্ট হয়ে বেগম নাছরিন জাহান (৪৫) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর কাড়াগাও গ্রামে । নিহত নাছরিন জাহান ওই গ্রামের আবু ছালেহ জাহানের স্ত্রী।
নিহতের বড় ছেলে নাইম জাহান জানান, আজ দুপুর ১২ টার দিকে ছোট ভাই নাকিব জাহান (১৩) কাপড় শুকাতে গিয়ে বিদ্যুপৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে বাচাঁতে আমাদের মা ঝাপিয়ে পড়ে এতে উনিও বিদ্যুপৃষ্ট হয়ে পড়েন ।
এতে সে গুরুত্বর আহত হলে প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে এলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।
তবে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান এখন পর্যন্ত এ ধরণের সংবাদ শুনিনি খোজ খবর নিয়ে বিষয়টা দেখছি ।