শেরপুরে ছাপাখানায় অগ্নিকান্ডের ঘটনায় বস্তা ছাপানোর ছাপাখানাসহ ৬ বসতঘর ভস্মীভূত হয়েছে। আজ দুপুর পৌনে ১টার দিকে শহরের চাপাতলীতে এই অগ্নিকান্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের চাপাতলীর বাসিন্দা ও নিউমার্কেটের ইসলাম অটো ড্রাই ক্লিনার্সের সত্বাধিকারী সাইফুল ইসলামের মালিকানাধীন একটি ঘর বাঁধন মিয়ার কাছে ভাড়া দেয়া ছিল । বাধন মিয়া ওই ঘরে বর্ণমালা নামে একটি বস্তা ছাপানোর ছাপাখানা প্রতিষ্ঠা করেন। ওই ছাপা খানা থেকেই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছাপাখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশর্^বর্তী জমরুদ্দীন ও মুন্নামিয়ার ৫টি বসতঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে ক্ষতিগ্রস্থ ঘরটির মালিক সাইফুল ইসলাম জানান, আমি ঘরটি বাধন মিয়াকে ভাড়া দিয়েছিলাম, হঠাৎ শুনি আগুন লেগেছে, পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করে ।
এদিকে ফায়ারসার্ভিস ইউনিট ইনচার্জ সুবোল দাস বলেন, অগ্নিকান্ডের পর থেকে ছাপাখানায় কর্মরত শ্রমিকরা পলাতক রয়েছে, তার জন্য আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে শট সার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে।