বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শেরপুর জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মাহবুবুল হাসান রংগন ও সাধারণ সম্পাদক হিসেবে আল শাহরিয়ার শুভকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে খোরশেদ আলমকে রাখা হয়েছে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, মোহাম্মদ সাদ্দাম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নাফিউল ইসলাম মিশাল, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, শ্রবণ আহমেদ চান, দপ্তর সম্পাদক মোঃ শাকিল হাসান, অর্থ সম্পাদক সকাল আহমেদ।
আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।