শেরপুরে বাংলাদেশ ছাত্রলীগ ১০নং চরপক্ষিমারী ইউনিয়ন শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বিকেলে ১০নং চরপক্ষিমারী ইউনিয়নের বাঘলগড় গ্রামে ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১০নং চরপক্ষিমারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা ছাত্রলীগ এর সভাপতি ছায়েদুল ইসলাম শাওন।
এসময় ছাত্রনেতা বর্ষণ কারুয়া, পলিটেকনিক শাখার ছাত্রলীগ নেতা আবু রায়হান,নাজমুল ,ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম রিফাত, ভাতশালা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, কামারচর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, ছাত্রলীগ নেতা মাসুদ রানা প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আতিউর রহমান আতিক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.চন্দন কুমার পালের নির্দেশে আমারা শেরপুর সদর উপজেলা ছাত্রলীগ অতীতের ন্যায় শীতার্ত মানুষের পাশে আছি এবং থাকব । আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনার এবং আতিক ভাইয়ের হাত কে শক্তিশালী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য একসাথে কাজ করার আহবান জানান।