শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক। সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৪০টি কেন্দ্রের ফলাফলে রফিকুল ইসলাম রফিকের প্রাপ্ত ভোট ৮২ হাজার ৯২৭। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৫১ হাজার ২১৭ ভোট। এছাড়া লাঙল প্রতীকের মো. ইলিয়াছ উদ্দিন পেয়েছেন ৭ হাজার ১৫৬ ভোট, আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকে মিনহাজ উদ্দিন মিনাল ১৬ হাজার ১০৩ ভোট এবং আনারস প্রতীকে বায়েযিদ হাসান ৬ হাজার ৬৩০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের আশরাফুল আলম মিজান। তিনি পেয়েছেন ৫৫ হাজার ৭১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী মো. মনোয়ারুল ইসলাম পেয়েছেন ৫৩ হাজার ৫০৭ ভোট। অপর তিন প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী আল হেলাল পেয়েছেন ৩৩ হাজার ৮৪৭ ভোট, উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মো. জুলহাস উদ্দিন ১০ হাজার ৬০ ভোট এবং মাইক প্রতীকের প্রার্থী মোহাম্মদ মুসা মিয়া ১০ হাজার ৮৯২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের প্রার্থী সাবিহা জামান শাপলা। তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের প্রার্থী শামীম আরা বেগম পেয়েছেন ৫৭ হাজার ৮৩৬ ভোট।
সন্ধ্যায় জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত তথ্য ও ফলাফলে এসব নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।