ইতোমধ্যে তফছিল হওয়া শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নিজের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষনা করলেন শেরপুর সদর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান, শেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি বায়েজিদ হাসান বায়েজিদ ।
তিনি আজ বিকেলে শেরপুর সরকারী কলেজ প্রাঙ্গনে বটতলা চত্তরে এক কর্মীসভায় এ ঘোষণা দেন। শেরপুর সরকারী কলেজ সংসদের সাবেক সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম সোহানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামের সঞ্চলনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারী কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক জাঙ্গাগীর আলম , চরাঞ্চল যুব ঐক্য পরিষদের সভাপতি জাকি বিল্লাহ লুলু, কাঠ শিল্প শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি হাদিউল ইসলাম কিনু, চরপমিারী ইউপি যুবলীগ সভাপতি এনামুল হক, বাজিতখিলা ইউপি সদস্য রুবেল মিয়া, সমাজ সেবক শাহআলম প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যন পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসানকে সর্মথন জানান এবং নির্বাচনী যুদ্ধে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষনাকালে বর্তমান ভাইস চেয়ারম্যন বায়েজিদ হাসান বলেন, শেরপুরে অনেক গুরুর্ত্ব পুর্ন জায়গা থাকলেও আমি শেরপুর সরকারী কলেজ থেকে আমার প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষনা দিলাম এই কারণেই যে এই সবুজ চত্তর থেকেই আমার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ন অধ্যায় শুরু হয়েছিল। তাই আজও এখান থেকে আরো একটি যাত্রা শুরু করলাম ।
আমি বিগত দিনে কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। যতটুকু পেরেছি মানুষের কল্যানে কাজ করেছি। পুর্বেও অর্থবিত্ত ছাড়া নির্বাচন করেছি এখনো অর্থ নাই তবুও নির্বাচন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। কেননা জনগনকে আমার কোন দিনই টাকা দিতে হয়নি নির্বাচন করতে । আামি বিশ্বাস করিনা শোডাউন করে মানুষের ভোট পাওয়া যায় বরং বিশ্বাস করি জনগণ আমাকে অতিতের মতো ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনাদের দোয়া চাই।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সভাপতি শফিকুল ইসলাম সোহানের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে কর্মীসভা শেষ হয়।