রাজধানী ঢাকার সেন্ট্রাল হাসপাতালে গত ১৯মে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসকদের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে ২৫ মে বৃহস্পতিবার শেরপুর জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে বিএমএ শেরপুর জেলা শাখার আয়োজনে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।
সারাদেশ ব্যাপী বিএমএর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বি.এম.এ শেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম.এ বারেক তোতার সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচীতে জেলা সদরে কর্মরত চিকিৎসক গণ অংশ গ্রহণ করে। এসময় বি.এম.এর নেতৃবৃন্দরা বলেন, সেন্ট্রাল হাসপাতালে রোগীর অনাকাংখিত মৃত্যুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে চিকিৎসকদের উপর বর্বরোচিত হামলা ও ভাংচুর করেছে তা সভ্য সমাজের সংস্কৃতি নয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বি.এম.এ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ নাদিম হাসান, সহ-সভাপতি ডাঃ মোঃ লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ খায়রুল কবীর, প্রচার সম্পাদক ডাঃ মোঃ মোবারক হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য ডাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস হ্যাপী প্রমুখ।