‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে চারদিনব্যাপী আয়কর মেলা-২০১৭ শুরু হয়েছে। শুক্রবার ( ৩ নভেম্বর) দুপুরে কর অঞ্চল, ময়মনসিংহের ব্যবস্থাপনায় শহরের মাধবপুর এলাকায় অবস্থিত কর কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান। এতে সভাপতিত্ব করেন শেরপুরের সহকারী কর কমিশনার প্রীতিশ বিশ্বাস ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদ, জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ ও অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. মোখলেছুর রহমান। পরে শেরপুরের চারজন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আগামী সোমবার (৬ নভেম্বর ) এ মেলা শেষ হবে।
শেরপুর টাইমস/ বা.স