শেরপুরে চারশ পিছ ইয়াবাসহ সাইফুল ইসলাম শিপন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১৪, সিপিসি-১, জামালপুর । শিপন শেরপুর সদর উপজেলার মুন্সির চর গ্রামের বাক্কি মিয়ার ছেলে ।
র্যাবের প্রেস বিফ্রিং সুত্রে জানা যায়, গতকাল রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীরচর গ্রামের মুন্সীরচর বাজার থেকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর স্কোয়াড কমান্ডার, সিনিয়র এএসপি, রাজীব কুমার দেব এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদকসহ একাধিক মামলার আসামী মাদক ব্যাবসায়ী মোঃ সাইফুল ইসলাম শিপন গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী ২০০৪) এর ১৯(১) টেবিল ৯(খ) ধারা অনুযায়ী শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই জঙ্গী, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, চোরচক্রের সদস্য গ্রেফতার, চোরাইগাড়ী উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আসছে ।