শেরপুরে চাঁদাবাজীর মামলায় শান্তানন্দ ওরফে প্রবীর চৌধুরী (৪৫)নামে এক ব্রহ্মচারী ও জেলা জাসদের সাধারণ সম্পাদক বিপ্লব দে লব (৫২)কে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার তারা উচ্চ আদালতের অর্ন্তবর্তীকালিন জামিনের মেয়াদ শেষে শেরপুর সদর কগনিজেন্স আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান তা নাকচ করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শান্তানন্দ চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরের ও জাসদ নেতা লব শহরের সাতানীপাড়া মহল্লার অধিবাসী।