শেরপুরে আইন শৃংখলার উন্নয়নে সারা দেশের ন্যায় চলছে পুলিশের বিশেষ অভিযান । আজ ৭ নভেম্বর মধ্যরাত থেকে জেলার পাঁচ উপজেলায় অভিযান পরিচালনা করে মাদক, জুয়া ও গ্রেফতারী পরোয়ানা সহ বিভিন্ন অপরাধে ৪৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ।
জেলা পুলিশের কন্ট্রলরুমের তথ্য অনুযায়ী , মঙ্গলবার মধ্য রাতে থেকে ভোররাত পর্যন্ত জেলার পাঁচটি থানায় বিশেষ অভিযান চালিয়ে ওই সব অপরাধীদের গ্রেফতার করে। এদের মধ্যে শেরপুর সদর থানায় ১৭ জন, নকলা থানায়- ১০ জন, নালিতাবাড়ী থানায়- ১২ জন, ঝিনাইগাতী থানায়- ৩ জন ও শ্রীবরদী থানায়- ৬ জন সহ ৪৮ জনকে গ্রেফতার করেছে।
এসব অপরাধীদের মধ্যে গ্রেফতায়ী পরোয়ানা পলাতক আসামী, জুয়া ও মাদক আইনের আসামী রয়েছে। পরে আজ মঙ্গলবার ওই আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে ।
গ্রেফতারের বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম শেরপুর টাইমসকে নিশ্চিত করেছেন।