শেরপুরে গ্রীষ্ম কালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ফলজ ও ঔষধি গাছের চারা। শহরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান রোজবাড একাডেমির আয়োজনে এ ফল উৎসব ও গাছের চারা বিতরণ করা হয়।
আজ রবিবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে প্রিয় অতিথি হিসেবে স্থানীয় কাউন্সিলর নাহিদুজ্জামান নাহিদ, শেরপুর মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রভাষক আবু হানিফ, স্কুলের চেয়ারম্যান আবু রায়হান মোঃ পাভেল, প্রধান শিক্ষক সামছুন্নাহার খানম, একাডেমির প্রধান উপদেষ্টা হুসাইন আহম্মেদ সহ প্রমুখ উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন।
এই উৎসবে প্লে থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা নানা জাতের প্রায় ৩৫ ধরণের দেশিয় ফল প্রদশর্ন করে। এসময় শিক্ষার্থীরা ফলের নাম, বৈজ্ঞানিক নাম, ফলে বিদ্যমান পুষ্টি উপাদান, উপকারিতা, অপকারিতা ইত্যাদি বিষয়ে অতিথি, অভিভাবক ও দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।
এসময়ে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা এবং পুরস্কার বিতরণ করেন। এতে প্রথম হয় নবম শ্রেণি, দ্বিতীয় হয় অষ্টম শ্রেণি এবং তৃতীয় হয় দশম শ্রেণি।