শেরপুরে মোঃ ইয়াকুব আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। ২৯ আগস্ট বুধবার রাতে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের চরজঙ্গলদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী ইয়াকুব আলী ওই গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।আজ বৃহস্পতিবার দুপুরে ইয়াকুব আলীেেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর থানার এসআই শাহীন সরকার সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার চরজঙ্গলদী গ্রামে অভিযান চালিয়ে মোঃ ইয়াকুব আলীর বসতঘরে রক্ষিত এক কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম শেরপুর টাইমসকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
ওই ঘটনায় সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।